OrdinaryITPostAd

আয়করি.কম কি? আয়করি.কম এর পরিচিতি !! বাংলাদেশে এর প্রয়োজনীতা কেমন?

 আয়করি.কম কি? আয়করি.কম এর পরিচিতি !! বাংলাদেশে এর প্রয়োজনীতা কেমন?

ভূমীকাঃ 

ফ্রীল্যান্সিং সম্পর্কে অজানা এমন মানুষ এখন খুবই কম। অনেকে ফ্রীল্যান্সিং শুনেই ইঙ্কামের নেশায় ঝাপিয়ে পরে যদিও দিন শেষে খুব কম মানুষই সফলতার নাগাল পায়।

অনলাইনের জগতে অনেকেই না বুঝেই টাকার খোজে হাতরিয়ে বেড়ায়, কিন্তু সব জায়গায় আয় করা
যেমন সহজ নয় তেমনি আছে ধোকায় ভরা।
বিদেশী সাইট গুলোতে কাজ পাওয়া অনেকে সপ্ন মনে করে আর হালাল ইনকাম তো অনলাইনে
আরো বেশি কঠিন মানে খুব অল্প সংখ্যক কাজ আছে যেগুলো হালাল ভাবে করা যায়।

এসব সমস্যার সমাধান নিয়ে এবার চলে এসেছে বাংলাদেশী ফ্রীল্যান্সিং সাইট আয়করি.কম
এখানে কর্মরত প্রত্যেকের আয় সুনিচশ্চিত ; হোক সেটা যতটুকুই।
এ সাইট বাংলাদেশে এখনো তেমন পরিচিত নয় কেননা এটা মানুষের কাছে এখনো অজানা আর অল্প অল্প
টাকার কাজ দিয়ে শুরু করেছে কিন্তু খুব অল্প দিনেই এর পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করবে ইনশা আল্লাহ।
আয়করি.কম কি? আয়করি.কম এর পরিচিতি !!


সূচীঃ

১। আয়করি.কম পরিচিতি

২। আয়করি.কম যেভাবে কাজ দিয়ে থাকে
৩।আয়করি.কম এ কয়েকটি ধাপে কাজ করুন
৪। বায়ারদের জন্য় আয়করি.কমঃ
৫।আয়করি.কম এর সাথে সংশ্লিস্টঃ
৬।আয়করি.কম এর বর্তমান প্রেক্ষাপটঃ
৭।পরিশেষঃ

আয়করি.কম পরিচিতি ঃ

আয়করি.কম নামটির সাথেই এর পরিচয় পাওয়া যায়। অর্থাৎ এটা যে একটা আয়ের

মাধ্যম সেটা তার নামেই প্রকাশ পায়।

বাংলাদেশী সাইট আয়করি.কম বলতে পারেন ফাইভারের বিকল্প প্লাটফর্ম।

যদিও ফাইবার অনেক বড় প্লাটফর্ম আর পরিচিত ও জনপ্রিয় কিন্তু বাংলাদেশে আয়করি.কম হতে পারে অনেক ফ্রীল্যান্সার দের

জন্য আশীর্বাদ সরূপ যখন এর বিস্তৃতি ও পরিচিতি লাভ করবে।


আয়করি.কম শুধু কাজই দিচ্ছে না বরং যোগ্য কারিগর তৈরির জন্য এবং ঘরে বসে অনেক মহিলারা যেন আয়ের সুযোগ

পায় এ লক্ষে শুরু করেছে ফ্রী ট্রেইনিং এর ব্যাবস্থা।

ETDP এর ২১ দিনের ফ্রী  ট্রেইনিং প্রোগ্রাম যেখানে পর্দার মধ্যে থেকে মহিলারা কাজ শিখতে পারবে এবং কোর্স শেষে

আয়করিতে রেজিস্ট্রেশন করে কাজ শুরু করতে পারবে।

এটা শুধু মহিলা নয় পুরুষদের জন্যও এ কোর্স উন্মুক্ত আছে।


আয়করি.কম এর পথচলা শুরু অক্টোবর ২০২০ সালে, প্রতিটি শিক্ষার্থীকে মাত্র ২১ দিনের বাস্তবধর্মী হাতে-কলমে

প্রশিক্ষণের পর ২২-তম দিন হতে ছোট ছোট কাজ প্রদানের মাধ্যমে অনলাইন হতে সত্যিকারের আয় তুলে দেওয়ার জন্য।


দেশে প্রচলিত অনলাইন হতে আয়ের শিক্ষা ব্যবস্থার মধ্যে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী ছাড়া বাকী সবাই দিনশেষে

নিরাশ হয়ে ফিরে আসেন আবার অনেকেই প্রতারণার স্বীকার হয় , অনেকে আস্থা হারিয়ে ফেলেন 

তাই মাত্র ২১ দিনে যতটুকু শিখবো ততটুকুর উপর আয় করবো শিরোনামে আয়করি.কমনিত্য নতুন ছোট ছোট কাজ প্রদানের মাধ্যমে আয়ের ব্যবস্থা করে যাচ্ছেন।


আয়করি.কম যেভাবে কাজ দিয়ে থাকে

আয়করি.কম ফাইভারের বিকল্প বাংলাদেশী সাইট তবে ফাইভারের মতো প্রতি কাজের জন্য চার্জ না কেটে শুরুতে

শুধু রেজিস্ট্রেশন ফী দিয়ে জইন করতে হয়। কিন্তু একাউন্ট এপ্রুভ করাতে ট্রেইনিং এর পরিক্ষায় পাশ করতে হবে।


আয়করি.কম এ ৩৫০০/ দিয়ে রেজিস্ট্রেশন করে কাজ শুরু করতে হবে।২১ দিনের হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে যতটুকু কাজ শিখবেন তার উপর প্রোফাইল তৈরী করবেন।

২২-তম দিন হতেই আপনার প্রোফাইল অনুযায়ী কাজ প্রদান করা হবে, ইন্শা-আল্লহ্। 


আয়করি.কম সাইটে ৩৫০০/= জমা পূর্বক রেজিষ্ট্রেশন করার মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন, কনটেন্ট রাইটিং,

কন্টেন্ট রিডিং, ভিডিও ক্রিয়েশনের, ভিডিও ভিউ ইত্যাদি কাজ করে নিশ্চিতভাবে ছোট ছোট আয় করতে পারবেন।

আয় শুরু করার পর আপনার প্রোফাইল হতে কোনরকম সার্ভিস চার্জ কর্তন করা হয়না।

সবচেয়ে বড় বিষয় , কোন সদস্য আয়করি.কম হতে কোনপ্রকার আয় করতে না পারলে রেজিষ্ট্রেশন ফি এর

সমুদয় টাকা ফেরত প্রদান করা হবে, ইন্শা-আল্লহ।


আয়করি.কম এ কয়েকটি ধাপে কাজ করুন ঃ

১ম ধাপ: ২১ দিনের ফ্রী প্রশিক্ষণ নিন

২য় ধাপ: যতটুকু শিখেছেন ততটুকুর উপর কাজ জমা দিন।

৩য় ধাপ: আয়করি.কম থেকে পাওয়া কাজগুলো সম্পন্ন করুন

৪র্থ ধাপ: ৫০০ টাকা হলেই উত্তোলন করে ফেলুন


আয়করি.কম সাইটে রেজিস্ট্রেশন করতে এই লিংকে ক্লিক করুন ঃ নিচের এই লিংক থেকে রেজিস্ট্রেশন করলে ৫০০/ ছাড়ে যুক্ত হয়ে কাজ শুরু করতে পারবেন।

 https://64bdponno.com/product-category/contribution/?dawat=662


বায়ারদের জন্য় আয়করি.কমঃ

শুধু সেলার নয় বাংলাদেশী বায়ারদের জন্যও আয়করি.কম একটি উপযোগী মাধ্যম হতে পারে।

বাংলাদেশে এখন ঘরে ঘরে মানুষ অনলাইন ,অফলাইন ব্যাবসা শুরু করেছে , সবাই নিজেদের প্রতিষ্ঠানের জন্য উপযোগী মাধ্যম খোঁজে হোক সেটা ছোট বা বড় ; আয়করিতে খুবই সীমিত খরচে কাজ করান সম্ভব যেটা বায়ার দের জন্য অবশ্যই একটি সুখকর খবর।

যেখানে আপনার প্রতিষ্ঠানের জন্য লোগো থেকে শুরু করে ফেসবুক এড, প্রডাক্ট এড , প্রডাক্ট ডিজাইন , কন্টেন্ট রাইটিং ইত্যাদি নানা ধরনের কাজ করাতে পারবেন খুবই কম বাজেটের মধ্যে।

আয়করি.কম এ গিয়ে বায়ার হিসেবে রেজিস্ট্রেশন করে মাত্র ৫০/ থেকে শুরু করে কাজ করিয়ে নেয়ার সুযোগ কাজে লাগান।


আয়করি.কম এর সাথে সংশ্লিস্টঃ

ETDP (উদ্যোক্তা প্রশিক্ষণ ও উন্নয়ন প্রকল্প ) ঃ

ETDP/ITBD হচ্ছে মোঃ ইব্রাহীম হোসেন ও তাদের কমিটি পরিচালিত এমন একটি প্রকল্প যেখানে

একেবারে শূন্য থেকে বিভিন্ন কাজের উপর ফ্রীতে প্রশিক্ষণ দেয়া হয় ।

পুরুষ ও মহিলা সবাই এ প্রশিক্ষণ নিতে পারবে

যে সকল মা বোনেরা তেমন  কিছু জানেনা বা সুযোগ পায়না অথবা ঘরে বসে কিছু করতে চায় তাদের জন্য

ব্যাবস্থা করা হয়েছে 'পর্দার মধ্যে থেকে আয় মাত্র ২১দিনে' ।


২১ দিনে ৬টি বড় বড় সেক্টরের যে অংশটুকু নিয়ে কাজ করা যাবে ঠিক ততটুকু অংশের লাইভ ক্লাশগুলো নেওয়া হবে ।

ফেসবুক মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, কনটেন্ট রাইটিং, ভিডিও ক্রিয়েশন ও ল্যান্ডিং পেজ ডিজাইন

ও আনুষাঙ্গিক বিষয়াদি শিখানো হবে যা শিখে  সহজেই একজন মানুষ আয়করি.কম ও ৬৪বিডি ও বই আছে.কম সাইটে

কাজ করতে পারে  ।


আরো পড়ুনঃ ETDP কি? ETDP এর পরিচয় !বেকারত্ত দুরীকরনে ETDP এর ভুমিকা !!


আয়করি.কম এর বর্তমান প্রেক্ষাপটঃ

বর্তমানে ETDP থেকে প্রশিক্ষণ নিয়ে কয়েক শতাধিক মানুষ কাজ শুরু করেছে এবং প্রতিনিয়ত ছোট ছোট

কাজ পাচ্ছে আর এ কাজ গুলো করে যেমন দক্ষতা বাড়াচ্ছে সাথে চলে আসছে কিছু নিজস্ব

উপার্জনের টাকা। সাপ্তাহের শুক্রবার বাদ দিয়ে সেলাররা কাজ পেয়ে থাকে। অর্থাৎ সরকারি ছুটির দিন গুলো

নতুন কাজ পাওয়া বন্ধ থাকে তবে সেলারেরা কাজ জমা দিতে পারবে। মাত্র ৫০০/ হলেই উইথড্র দিতে পারছে ।

প্রতি বৃহশপতি বার টাকা উঠাতে পারে। তাই এটি যে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত তাতে সন্দেহ নেই।


পরিশেষঃ

পরিশেষে বলা যায় আয়করি ডট কমের ভবিষ্যৎ সুদুর প্রসারী ইনশা আল্লাহ।  

এখন তারা মানুষকে ফ্রীতে কাজ শিখিয়ে কাজের ব্যাবস্থা করে দিচ্ছে , হয়তো এমন সময় আসবে 
যখন মানুষকে এই সাইটে কাজ করার জন্য লাইন ধরতে হবে আর প্রতিযোগী হতে লড়াই করতে হবে।সময় থাকতে ভালো জিনিসের মুল্য দিতে হয়। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪